৫০০ কোটিতে বিশ্বকাপের স্টেডিয়াম সংস্কার করছে ভারত
মুম্বাই, ১২ এপ্রিল – আর মাত্র কয়েক মাস পরই ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। বাংলাদেশের প্রতিবেশি দেশটির মোট ১২টি শহরে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা হবে। ৪৬ দিনব্যাপী চলমান এই টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৪৮টি। আসর শুরু হতে ছয় মাসেরও কম সময় আছে হাতে। তাই প্রস্তুতির তোড়জোড় শুরু হয়ে গেছে। ঢেলে সাজানো হচ্ছে বেশ কিছু স্টেডিয়াম। এই কর্মযজ্ঞে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ব্যয় করছে ৫০০ কোটি রুপি।
বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই গত ১০ বছরে ক্রিকেট থেকে প্রচুর অর্থ উপার্জন করেছে। কিন্তু দেশটির বেশিরভাগ স্টেডিয়ামে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অপরিষ্কার শৌচাগার দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এক ব্যক্তি। তারপর ওই স্টেডিয়ামে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। তবে দিল্লি ছাড়াও হায়দরাবাদ, কলকাতা, মোহালি এবং মুম্বাইয়ের স্টেডিয়ামগুলোর উন্নয়নে প্রচুর অর্থ ব্যয় করবে বিসিসিআই।
বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, কলকাতার ইডেন গার্ডেনের জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে বিসিসিআই। ওপার বাংলার ভেন্যুটিকে দেওয়া হয়েছে ১২৭.৪৭ কোটি রুপি। এছাড়া দিল্লির জন্যে ১০০ কোটি, হায়দরাবাদের জন্য ১১৭.১৭ কোটি, মোহালির জন্য ৭৯.৪৬ কোটি এবং মুম্বাইয়ের ভেন্যুর জন্য ৭৮.৮২ কোটি রুপি বরাদ্দ হয়েছে। এছাড়া স্টেডিয়ামের ছাদ সংস্কারের একটা প্রস্তাবও আছে। সেটা গৃহীত হলে খরচ আরও বাড়বে বিসিসিআইয়ের।
সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/১২ এপ্রিল ২০২৩