জাতীয়

দাপুটে রাজনীতিবিদ হলেও কোনো দলে ছিলেন না ডা. জাফরুল্লাহ

ঢাকা, ১২ এপ্রিল – বেশির ভাগ রাজনৈতিক নেতাদের একটাই লক্ষ্য থাকে যে, দল বা সংগঠনে কাঙ্ক্ষিত পদটি পাওয়া। একটি মাত্র পদের জন্য কতো কিছুই না করেন তারা। পদ না পেলে এক দল থেকে অন্য দলে যোগ দেওয়া এমনকি চিরতরে রাজনীতি থেকে বিদায় নেওয়ারও ঘটনা ঘটেছে অনেক। কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবসময় তার বিচরণ থাকলেও কোনো দলের পদ-পদবি ছিল না তার। জাফরুল্লাহ ছিলেন দলহীন দাপুটে এক রাজনীতিবিদ। তিনি সবসময় বলতেন, ‌‘আমি মানুষের রাজনীতি করি।’

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ। ৮২ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যার পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

জনগণের জন্য কাজ করতে গিয়ে বহু রাজনৈতিক দল এবং প্রত্যেক সরকারের সঙ্গে সখ্যতা বজায় রেখেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনে ভূমিকা থাকলেও কখনও সরকারের অংশ হননি তিনি। সাধারণ মানুষের স্বার্থে কথা বলতে গিয়ে তিনি কখনও সরকারের সমালোচনা করেছেন, আবার কখনও সরকারকে সাধুবাদ জানিয়েছেন। একই আচরণ ছিল বিরোধী দলের প্রতিও।

২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগবিরোধী দলগুলোকে এক মঞ্চে এনে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং কৃষক শ্রমিক জনতা লীগ রাজনৈতিক দল হিসেবে তৎকালীন জাতীয় ঐক্যফ্রন্টে থাকলেও কোনো পদে ছিলেন না জাফরুল্লাহ। এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণ-অধিকার পরিষদের মতো দল গঠনে ভূমিকা থাকলেও তিনি এসব দলের কোনো পদ-পদবি গ্রহণ করেননি। তবে ভাসানী অনুসারী পরিষদের সহসভাপতি এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছেন জাফরুল্লাহ। তবে ওই সময় সংগঠনটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না।

অনেকেই মনে করতেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিশেষ কোনো একটি দলের প্রতি দুর্বলতা ছিল। তবে বাস্তবতা হলো, বঙ্গবন্ধু, জিয়া ও এরশাদের সরকার বা পরবর্তীতে আওয়ামী লীগ-বিএনপি যে দলই সরকার গঠন করেছে প্রত্যেক সরকার এবং বহু দলের সঙ্গেই তার সুসম্পর্ক স্পষ্ট ছিল। জাফরুল্লাহ চৌধুরী সবসময় মা, মাটি ও মানুষের জন্য কাজ করতেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ওষুধশিল্প ও জনস্বাস্থ্য খাতে বিরাট ভূমিকা রয়েছে তার।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ এপ্রিল ২০২৩

Back to top button