বিচিত্রতা

বাটিটির দাম ২৬২ কোটি টাকা

মাত্র ৪ দশমিক ৫ ইঞ্চি ব্যাসের সূক্ষ্ম চীনের প্রাচীন এক বাটি হংকংয়ে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় যা ২৬২ কোটি টাকার বেশি) দামে বিক্রি হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিলাম ঘর সোথবি একে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। বলা হয়েছে, প্রাচীন এ জিনিসটি ১৮ শতকে বেইজিংয়ের রাজকীয় কর্মশালায় সজ্জিত সিরামিকের একটি বিরল গ্রুপ থেকে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বাটি ইয়ংজেং সম্রাটের সময় উৎপাদন হয়েছে। তিনি ১৭২২ সাল থেকে ১৭৩৫ সাল পর্যন্ত চীন শাসন করেছিলেন। এটি একটি ঐতিহ্যের অংশ যা ফালাংচাই বা বিদেশি রং নামে পরিচিত।

বাটিতে দুইটি চিত্র ফুটে তোলা হয়েছে। একটি প্রস্ফুটিত এপ্রিকট গাছ এবং আরেকটি উইলো। এতে নকশায় কবিতার একটি অংশও রয়েছে।

নিলামের ক্যাটালগে সিরামিক বিশেষজ্ঞ রেজিনা ক্রাহল বলেন, পাখি এবং ফুলের নকশাগুলো ইয়ংজেং যুগে জনপ্রিয় ছিল।

আইএ

Back to top button