দক্ষিণ এশিয়া

পাঞ্জাবের সামরিক ঘাঁটিতে গোলাগুলির ঘটনায় নিহত ৪

নয়াদিল্লি, ১২ এপ্রিল – ভারতের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় অবস্থিত সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সকালে এই গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর এ গোলাগুলির ঘটনা ঘটে।

বুধবার সকালে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় একটি অনুসন্ধান অভিযান চলমান রয়েছে। স্টেশন কুইক রিয়্যাকশন টিম মাঠে কাজ করছে। এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে

এতে আরও বলা হয়েছে, ভোর ৪টা ৩৫ মিনিটে ঘটনাটি ঘটেছে। অনুসন্ধান চলছে। বিস্তারিত জানার করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, অজানা সংখ্যক বন্দুকধারী বাথিন্দা সেনা ঘাঁটিতে এখনও উপস্থিত আছে। তাদের কাছে গোলাবারুদ ছিল।

রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ছয় ঘণ্টা উত্তরে অবস্থিত সেনা ঘাঁটিটিতে বেশিরভাগ সৈন্য পরিবার নিয়ে থাকেন। এটি একটি আবাসিক সেনা ঘাঁটি।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১২ এপ্রিল ২০২৩

Back to top button