অভিবাসীদের ঢেউ ঠেকাতে জরুরি অবস্থা জারি করলো ইতালি
রোম, ১২ এপ্রিল – সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে ইতালি অভিমুখে আসা অভিবাসীদের স্রোত দিন দিন ব্যাপকভাবে বেড়েছে। উন্নত জীবন-যাপনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর চেষ্টা প্রবল অভিবাসীদের।
এমনই পরিস্থিতিতে এবার জরুরি অবস্থা জারি করেছে ইতালি। দিন দিন বাড়তে থাকা অবৈধ অভিবাসীদের ঢেউ সামলাতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বুধবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরজুড়ে অভিবাসীদের ঢেউ ‘ব্যাপকভাবে বৃদ্ধি’ পাওয়ায় মঙ্গলবার অভিবাসন সংক্রান্ত জরুরি অবস্থা জারির ঘোষণা দেয় ইতালির মন্ত্রিসভা। এক বিবৃতিতে বলা হয় অভিবাসীদের আগমন এবং প্রত্যাবাসন কর্মকাণ্ড ভালোভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশটির সমুদ্র ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানায়, এই জরুরি অবস্থা ছয় মাস ধরে চলবে এবং এর অধীনে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রাথমিকভাবে ৫০ লাখ ইউরো ব্যয় করা হবে।
সরকারি এক সূত্রের বরাতে রয়টার্স জানায়, জরুরি অবস্থা জারির এই পদক্ষেপটির ফলে এখন থেকে ইতালিতে থাকার অনুমতি দেওয়া হয়নি এমন অভিবাসীদের আরও দ্রুত প্রত্যাবাসন করতে পারবে সরকার। এ ছাড়া এই পদক্ষেপের অধীনে অভিবাসীদের শনাক্তকরণ এবং বহিষ্কারের আদেশও বাড়বে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার ৩০০ জন অভিবাসী ইতালিতে এসেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল প্রায় ৭ হাজার ৯০০ জন।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১২ এপ্রিল ২০২৩