বারডেমের হিমঘরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ
ঢাকা, ১২ এপ্রিল – গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) রাখা হয়েছে।
দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
জাফরুল্লাহ চৌধুরী জানাজার নামাজ কোথায় এবং কখন হবে তা জানাতে বুধবার (১২ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু পরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমে কথা বলবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহবায়ক অধ্যাপক আলতাফুন্নেছা।
তবে আগামীকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১২ এপ্রিল ২০২৩