জাতীয়

ছাত্রলীগে যুক্ত হলো নতুন ৮ পদ

ঢাকা, ১১ এপ্রিল – বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে ৮টি পদ যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ছাত্রলীগের নতুন পদগুলো হলো-

১. অটিজম বিষয়ক সম্পাদক

২. মানবাধিকার বিষয়ক সম্পাদক

৩. মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক

৪. কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক

৫. ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক

৬. টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) বিষয়ক সম্পাদক

৭. উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক

৮. সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক

বর্তমান বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এসব পদ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ এপ্রিল ২০২৩

Back to top button