অবশেষে দিল্লির একাদশে মোস্তাফিজ
নয়াদিল্লি, ১১ এপ্রিল – অবশেষে অপেক্ষা ফুরাল মোস্তফিজুর রহমানের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বাংলাদেশি পেসারকে নিয়েই একাদশ সাজিয়েছে দিল্লি ক্যাপিটালস।
মুম্বাই মোস্তাফিজের সাবেক দল। দুই মৌসুম এই দলে ছিলেন তিনি।
ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের বিপক্ষে খেলতে নামবে দিল্লি। সন্ধ্যা সাড়ে ৭টায় টস অনুষ্ঠিত হয়।
পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।
চলতি আইপিএলে নিজেদের মিশন শুরুর দিন ভাড়া করা বিমানে মোস্তাফিজকে উড়িয়ে নিয়েছিল দিল্লি। কিন্তু টানা তিন ম্যাচে ‘কাটার মাস্টার’ খ্যাত এ বোলারকে ডাগআউটে বসিয়ে রেখেছে দলটি। এই তিন ম্যাচের সব কটিতে হেরেছে তারা।
টানা তিন হারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দিল্লি জয় পেতে মরিয়া। সেই লক্ষ্যেই মুম্বাইয়ের বিপক্ষে আগের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে তারা।
দক্ষিণ আফ্রিকান রাইলি রুশোর জায়গায় একাদশে এসেছেন মোস্তাফিজ। খলিল আহমেদের জায়গায় খেলছেন যশ ধুল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়কের অভিষেক হচ্ছে এ ম্যাচে।
মুম্বাইও চলতি আসলে এখনো জয়ের মুখ দেখেনি। টানা দুই ম্যাচে হেরেছে দলটি। আগের ম্যাচে খেলা দক্ষিণ আফ্রিকান ত্রিস্তান স্টাবসের জায়গায় অস্ট্রেলিয়ান মেরেডিথ খেলবেন এ ম্যাচে। স্টাবস থাকবেন ইমপ্যাক্ট খেলোয়াড়ের তালিকায়। জফরা আর্চারকে এই ম্যাচেও পাচ্ছে না তারা।
মুম্বাই ও দিল্লি আইপিএলে পরস্পরের মুখোমুখি হয়েছে ৩২ বার। ১৭টিতে জিতেছে মুম্বাই, দিল্লির জয় এসেছে ১৫টিতে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১১ এপ্রিল ২০২৩