জাতীয়

বাইডেনকে লেখা প্রধানমন্ত্রীর চিঠি ব্লিঙ্কেনের কাছে হস্তান্তর

ওয়াশিংটন, ১১ এপ্রিল – বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই চিঠির উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার (১০ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন কাছে প্রধানমন্ত্রীর উত্তরের চিঠিটি হস্তান্তর করেছেন।

এছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ আসার আমন্ত্রণও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

উক্ত বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, ডেপুটি চিফ অফ মিশন মিজ ফেরদৌসী শাহরিয়ার, মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় যুক্তরাষ্ট্রের পক্ষে কাউন্সিলর ডেরেক শোলে, জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট মিজ জুলিয়েটা ভালস নয়েস, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রমবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট মিজ কারা ম্যাকডোনাল্ড, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট মিজ আফরিন আক্তার উপস্থিত ছিলেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১১ এপ্রিল ২০২৩

Back to top button