দক্ষিণ এশিয়া

পাক প্রধানমন্ত্রীর বাড়িতে লুকিয়ে প্রবেশ আফগান ব্যক্তির! চাঞ্চল্য পাকিস্তানে

ইসলামাবাদ, ৯ এপ্রিল – পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বাসভবনে গতকাল শনিবার আফগান এক ব্যক্তি অনুপ্রবেশ করেছে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) হাতে তুলে দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, এতো নিরাপত্তা ভেদ করে অজ্ঞাত ওই ব্যক্তি কীভাবে দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকল তা জানেন না বলে বলে জানিয়েছে সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা।

সূত্রের বরাত দিয়ে নিউজ ইন্টারন্যাশনাল বলছে, সন্দেহভাজন ব্যক্তিকে ইসলামাবাদ পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টর তত্ত্বাবধানে হেফাজতে নেওয়া হয়েছে। এরপর অজ্ঞাত এক স্থানে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন তিনি আফগানিস্তানের বাসিন্দা এবং তিনটি ভিন্ন পথ পাড়ি দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন। কর্মকর্তারা আরও জানিয়েছেন, সিটিডি, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা সংস্থাগুলো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সন্দেহভাজন ওই ব্যক্তি কীভাবে এতো সুরক্ষিত জায়গায় প্রবেশ করল তা নিয়ে পর্যালোচনা চলছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৯ এপ্রিল ২০২৩

Back to top button