ময়মনসিংহ
জামালপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত
জামালপুর, ০৯ এপ্রিল – জামালপুরের মেলান্দহের বেতমারীতে লবণ বোঝাই ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
রোববার ভোর ৬টায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বেতমারী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা লবণ বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট(১৩-৬২৯৬) ও মেলান্দহের দিক থেকে আসা পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ঠ (১১-২৯৯৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ এপ্রিল ২০২৩