মধ্যপ্রাচ্য

ইসরায়েলের তেল আবিবে গাড়ি হামলায় পর্যটক নিহত

জেরুসালেম, ৮ এপ্রিল – ইসরায়েলের রাজধানী তেল আবিবে সমুদ্র সৈকতের কাছে গাড়ি হামলায় ইতালীয় এক পর্যটক নিহত এবং সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ গাড়ি হামলাকারীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে বিবিসি নিউজ।

বিবিসি নিউজ জানায়, তেল আবিবের চার্লস ক্লোর গার্ডেনে শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে ৪৫ বছর বয়সি এক ব্যক্তি একটি গাড়ি চালিয়ে কিছু পথচারীকে আঘাত করে একপর্যায়ে উল্টে যায়।

এদিকে ইতালি ও ইসরায়েলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ইতালীয় পর্যটকের নাম আলেসান্দ্রো পারিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গাড়ি হঠাৎ পথচারীদের আঘাত করে ফুটপাতের কাছে উল্টে যায়, পুলিশও তৎক্ষণাৎ গাড়িটির চালককে গুলি করে। গাড়িচালক ঘটনাস্থলেই নিহত হন

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ হামলায় তাদের একজন নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দেন তিনি।

এদিকে পর্যটক নিহতের ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশ ও সামরিক বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৮ এপ্রিল ২০২৩

Back to top button