ফুটবল

‘বাফুফে কর্তাদের এখন কেউ বিশ্বাস করে না’

ঢাকা, ০৭ এপ্রিল – ‘বিশ্বাসভঙ্গ ও রহস্যময় আচরণে পৃষ্ঠপোষকদের বিরাগভাজন হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তারা। বাফুফে কর্তাদের এখন আর কেউ বিশ্বাস করতে চায় না’

শুক্রবার একথা বলেন, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার। আগেরদিন সাফজয়ী মেয়েদের প্রতিশ্র“ত ৫১ লাখ টাকার চেক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গাফফার বলেন, ‘অনেকেই বাফুফের নামে চেক দিয়েছে। কিন্তু বিসিবি প্রত্যেক খেলোয়াড়ের নামে চেক তৈরি করে দিয়েছে।’

সাবেক এই তারকা ফুটবলার যোগ করেন, অবাক হলেও সত্যি যে, এই অর্থ নিতে যাননি বাফুফের কোনো কর্মকর্তা। বাফুফে কর্তাদের ধিক্কার জানিয়েছেন ফুটবলপ্রেমীরা। বিশেষ করে বেশি সমালোচনার মুখে পড়েছেন মহিলা উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন। সাবিনাদের নিয়ে তার যাওয়া উচিত ছিল। অথচ প্রধানমন্ত্রী ডাকলে সবাইকে নিয়ে চলে যান বাফুফের কর্তারা।

গাফফার বলেন, বাফুফের কর্তাদের আচরণে পিছিয়ে গেছে অনেক পৃষ্ঠপোষক। তাদের রহস্যজনক আচরণে ডুবছে ফুটবল। তাদেরকে নিয়ে ফিফায় তদন্ত হবে। দুদকে জমা পড়েছে ফাইল।

সাবিনাদের মিয়ানমার সফর বাতিল প্রসঙ্গে গাফফার বলেন, অর্থের জন্য সাবিনাদের মিয়ানমার সফর বাতিল হয়েছে, একথা আমার বিশ্বাস হয় না। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে মনে হয়।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৭ এপ্রিল ২০২৩

Back to top button