অপরাধ

‘ডিবি পুলিশ’ পরিচয়ে ডাকাতি-ছিনতাইয়ের চক্রে আসল পুলিশ!

ঢাকা, ০৭ এপ্রিল – ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ডাকাতি-ছিনতাইয়ে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন প্রকৃতপক্ষেই পুলিশ সদস্য। তারা হলেন- কনস্টেবল রবিউল ব্যাপারী, মো. আজাদ ও উজ্জ্বল চন্দ্র বর্মণ। সম্প্রতি পুলিশের এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রবিউল অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিঞা বলেন, বিমানবন্দর সড়কে মাঝেমধ্যে বিদেশফেরত ব্যক্তিসহ অন্যদের ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ পাওয়া যায়। এ কারণে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেন। এই দলের সদস্যরা সার্বক্ষণিক বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত টহল দেয়। কোথাও সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করে। এই দলটি গত ১ এপ্রিল মধ্যরাতে বিমানবন্দর পুলিশ বক্সের সামনের সড়কে সাদা পোশাকে তিন পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখে। সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা দাবি করেন, পেশাগত দায়িত্ব পালন করছেন। কথায় অসংলগ্নতা থাকায় তাদের পুলিশ বক্সে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে একপর্যায়ে বেরিয়ে আসে, ছিনতাই-ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন।

ওসি জানান, এ ঘটনায় ওই রাতেই ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিন পুলিশ কনস্টেবলসহ নয়জনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা হয়। তাদের কাছে একটি হাতকড়া ও একটি লেজার লাইট পাওয়া গেছে। জব্দ করা হয়েছে তাদের মোবাইল ফোন। তাদের সঙ্গে থাকা ব্যাগে ছিল পুলিশের পোশাক। গ্রেপ্তার তিনজনই পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত। পরে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে তারা আর কোনো অপরাধে জড়িত ছিলেন কি না তা যাচাই করে দেখছে পুলিশ।

এদিকে তিন পুলিশকে গ্রেপ্তারের পর জড়িত চক্রটির ব্যাপারে আরও তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বৃহস্পতিবার ডাকাতদলের গাড়িচালক শহিদুল ইসলাম জীবনসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। জীবনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। অসাধু পুলিশ সদস্য ও পেশাদার অপরাধীদের এই চক্রটি অনেকদিন ধরেই এমন অপকর্ম চালিয়ে আসছিল বলে জানা গেছে।

সূত্র: সমকাল
এম ইউ/০৭ এপ্রিল ২০২৩

Back to top button