টুইটারে ফিরল ‘নীল পাখি’! কুকুরকে সরিয়েই দিলেন ইলন মাস্ক
নীল পাখির বদলে তিনদিন আগে দিয়েছিলেন কুকুরের ছবি। এটা নিয়ে বেশ সারা ফেলেছিল। কিন্তু কুকুরের ছবি ছড়িয়ে আবার সেই নীল পাখিকে ফিরিয়ে এনেছেন তিনি।
এর আগে দেখা গিয়েছিল নীল রঙের পাখির স্থানে বাদামী রঙের একটি কুকুর। টুইটার প্রধান ইলন মাস্ক নিজেও নতুন লোগোর ছবি পোস্ট করেন এই মাইক্রোব্লগিং সাইটে। সেই সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন মাস্ক, যেখানে এক ব্যবহারকারীর সঙ্গে টুইটারের লোগো বদল নিয়ে কথা বলেছিলেন তিনি। তবে ওয়েবসাইটে দেখা গেলেও মোবাইল অ্যাপে দেখা যাচ্ছিল না কুকুরের লোগোটি।
শুধু নীল পাখি নয় নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় নতুন লোগোর এই কুকুরটিও। ‘ডগিকয়েন’ নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় এই কুকুরের ছবি। অজস্র মিমের মাধ্যমেও নেটিজেনদের কাছে বেশ পরিচিত টুইটারের নতুন লোগো।
কিন্তু কেন এই পরিবর্তন করেছিলেন তিনি? সংবাদমাধ্যম সূত্রে খবর, ডগিকয়েন বিনিয়োগকারীরা মাস্কের বিরুদ্ধে ২৫৮ মার্কিন ডলারের মামলা করেছেন। আবার কেউ কেউ বলছে, এটা ছিল ইলন মাস্কের ‘এপ্রিলফুল’ বানানোর চেষ্টা। তবে কারণ যাই হোক না কেন, নীল পাখি ফিরে আসায় খুশি ব্যবহারকারীরা।
আইএ/ ০৭ এপ্রিল ২০২৩