আইপিএলে না যাওয়ায় আক্ষেপ নেই সাকিবের
ঢাকা, ০৭ এপ্রিল – সাকিব আল হাসানকে এবারের আইপিএলের নিলাম থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের পর তাকে এনওসিও দিয়েছিল বিসিবি।
কিন্তু হুট করেই জানা যায় সাকিব আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।
তখন কারণ হিসেবে জানা গিয়েছিল, কলকাতার চাওয়াতেই সাকিব নিজের নাম সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। তবে এই অলরাউন্ডার জানালেন ভিন্ন কারণ। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের পর সংবাদ সম্মেলনে আসেন সাকিব।
আইপিএলে যেতে না পারায় মন খারাপ কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি। ’
এরপর সাকিবের কাছে স্পষ্ট করেই জানতে চাওয়া হয় আইপিএল থেকেই নিজেই নাম সরিয়েছেন নাকি সরে যেতে বলা হয়েছে কলকাতা থেকে? জবাবে এক বাক্যে সাকিবের জবাব ছিল ‘ফ্যামিলি ইমার্জেন্সি।
আইপিএলে না যাওয়া সাকিব মোহামেডানে খেলবেন এমন কথাও শোনা যাচ্ছিল। দলটির হয়ে ইতোমধ্যেই টেস্টের মাঝখানে একটি ম্যাচ খেলেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে এরপর নিয়মিত খেলবেন কি না এমন প্রশ্নে সাকিব বলেন, ‘সময়ই জবাব দেবে। দেখি। ’
সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৭ এপ্রিল ২০২৩