ঢাকা টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে টাইগাররা
ঢাকা, ০৭ এপ্রিল – ঢাকা টেস্টে চতুর্থ দিনের শুরুতেই আইরিশদের ২ উইকেট দ্রুত তুলে নিয়েছিলেন পেসার এবাদত হোসেন। এতে জয়ের লক্ষ্যটা ১৩৮ রানেই আটকে ফেলে বাংলাদেশ। রান তাড়ায় আগ্রাসী শুরু করে ২ উইকেট হারালেও জয়ের সুবাতাস পাচ্ছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। জিততে হলে আর মাত্র ৪৯ রান করতে হবে সাকিব বাহিনীর। উইকেটে আছেন তামিম-মুশফিক জুটি।
মিরপুরে অল্প রানের লক্ষ্য তাড়া করতে শান্তর বদলে ওপেনিংয়ে তামিমকে সঙ্গী হয়ে নামেন লিটন। লোয়ার অর্ডার থেমে ওপেনিংয়ে প্রমোশন পেয়ে শুরু থেকেই আক্রমণ চালান তিনি। তবে টি-টোয়েন্টি স্টাইলে তার ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রানেই থেমে যায়।
লিটন ফিরে গেলেও অপর প্রান্তে দেখেশুনে ব্যাটিং করছিলেন তামিম। কিন্তু তিনে খেলতে নেমেও রানে ফিরতে পারল না শান্তও। মাত্র ৪ রান করে স্লিপে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার। এরপর মুশফিক এবং তামিম জুটি লাঞ্চ বিরতির আগ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছেন।
এই দুজনের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় সেশনেই জয়ের সুবাতাস পাচ্ছে টাইগাররা। এখন পর্যন্ত ১৬ ওভারে ২ উইকেটে ৮৯ রান করেছে সাকিব বাহিনী। তামিম ৪৮ বলে ২৪ এবং মুশফিক ২০ বলে ২৯ রানে ব্যাট করছেন।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ এপ্রিল ২০২৩