ক্রিকেট

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৩৮ রান

ঢাকা, ০৭ এপ্রিল – সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশকে জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার চতুর্থ দিন সকালে আইরিশদের দ্বিতীয় ইনিংস থামে ২৯২ রানে। তাতেই বাংলাদেশ পায় ওই লক্ষ্য।

প্রথম ইনিংসে আইরিশদের ২১৪ রানের বিপরীতে স্বাগতিকরা করেছিল ৩৬৯ রান।

আগের দিনের ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড আর ৩ রান যোগ করতেই হারায় অ্যান্ড্রু ম্যাকব্রাইনকে। ইবাদত হোসেনের বলে স্টাম্প উড়ে যায় তার। আট নম্বরে নামা ম্যাকব্রাইন করেন ৭২ রান। ১৫৬ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস।

ম্যাকব্রাইন-হিউম নবম উইকেট জুটিতে আসে ২৪ রান। ম্যাকব্রাইন ফেরার পর বেন হোয়াইট আসেন উইকেটে। শেষ জুটিতে গ্রাহাম হিউমের সঙ্গে ৩ রান যোগ করতে পারেন তিনি। হিউমকেও উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে আইরিশদের ইনিংস গুটিয়ে দেওয়ার কাজটা করেন ইবাদত। ৫৫ বলে ১৪ রান করেন হিউম।

ইবাদত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন। সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া তাইজুল ইসলাম। এছাড়া সাকিব আল হাসান ২টি ও শরীফুল ইসলাম ১ উইকেট নেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৭ এপ্রিল ২০২৩

Back to top button