সংগীত

বয়সে বড় নেহাকে বিয়ে করতে চাননি রোহনপ্রীত!

মুম্বাই, ০৭ ডিসেম্বর- নিজের থেকে বয়সে ৭ বছরের বড় নেহা কক্করকে বিয়ে করেছেন রোহনপ্রীত সিং। গত ২৫ অক্টোবর সাত পাঁকে বাধা পড়েছিলেন তারা। বিয়ের পর তাদের নিয়ে বেশ আলোচনা হয়েছে বি-টাউনে। আলোচনার মূল বিয়ষ তাদের বয়স। নেহা কক্কর (৩২) ও রোহনপ্রীত (২৫)।

বয়সের বড় নেহাকে বিয়ের বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন রোহন। এবার মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পরিচয়ের পর থেকেই একে অপরের ভালোলাগা বাড়তে থাকে। একদিন রাতে রোহন ফোন করে নেহা তার মনের কথা জানিয়ে দেন।

কিন্তু বেঁকে বসেন নেহা। জানান, এ বয়সে আর প্রেম নয়। সোজা বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি। ওদিকে, মাত্র ২৫ বছর বয়সে বিয়ে করতে চাননি রোহনপ্রীত। এ শুনে রোহনকে তার জন্য অপেক্ষা করতে না করেন নেহা।

আরও পড়ুন : মায়ের পছন্দেই বিয়ে করবেন ববি

কিন্তু রোহনপ্রীত হাল ছাড়লেন না। দেখা করলেন গায়িকার মায়ের সঙ্গে। ঠিক করেন বিয়ের দিনক্ষণ। তারপরের ঘটনা প্রায় সকলেরই জানা। বিয়ের আনুষ্ঠানিকতা সব সেরে দুবাইয়ে হানিমুন পর্বও শেষ করেছেন এ দম্পতি।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ০৭ ডিসেম্বর

Back to top button