কৃষক আন্দোলনে উত্তপ্ত ভারত
নয়াদিল্লী, ০৭ ডিসেম্বর- বিতর্কিত কৃষি আইন বাতিল দাবিতে আন্দোলরত কৃষকদের মঙ্গলবারের (০৮ ডিসেম্বর) ‘ভারত বনধ’কে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে ভারতজুড়ে। মহাসড়ক অবরোধ করায় প্রায় অচল হয়ে পড়েছে রাজধানী দিল্লি। দিল্লি ঘেরাওয়ের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ-অবরোধ। আন্দোলনে সমর্থন জানিয়েছে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল। কৃষকদের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
সোমবার (০৭ ডিসেম্বর) দিল্লির আন্দোলনত কৃষকদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এসময় কৃষকদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয় একজন স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে গেছেন তিনি।
এদিকে, কৃষকদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব। আন্দোলনে যোগ দেওয়ার আগে লক্ষ্মের বাসভবনে গৃহবন্দী করা হয়েছে তাকে। তবে উত্তর প্রদেশ প্রশাসনের দাবি, করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য গৃহবন্দী করা হয়েছে তাকে।
আরও পড়ুন : ভারতে রহস্যজনক অসুখে হাসপাতালে ভিড়
কৃষক আন্দোলনে সমর্থন জানালেও মঙ্গলবারের ‘ভারত বনধ’-এর বিরোধিতা করেছে পশ্চিমঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলটির দাবি, কৃষকদের অধিকার আদায়ে সোচ্চার হলেও নীতিগত কারণেই বনধ-এর মতো কর্মসূচির বিপক্ষে তৃণমূল।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ০৭ ডিসেম্বর