জাতীয়
আরাভের ফাইল আমিরাত মিশনে পাঠানো হবে
ঢাকা, ০৬ এপ্রিল – দুবাইয়ে পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে তার ফাইল সত্যায়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ঢাকার সংযুক্ত আরব আমিরাতের মিশনে পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।
সাংবাদিকরা আরাভের দেশে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ফাইল বা কাগজপত্র, সেগুলো সত্যায়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ঢাকার সংযুক্ত আরব আমিরাতের মিশনে পাঠানো হবে।
সেহেলী সাবরীন আরও বলেন, আরাভ সংশ্লিষ্ট কোনো অগ্রগতি থাকলে পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।
সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৬ এপ্রিল ২০২৩