ফুটবল

অবশেষে বিসিবির পুরস্কারের টাকা বুঝে পেলেন সাবিনারা

ঢাকা, ৬ এপ্রিল – অর্থ পুরস্কার নিয়ে কাজী সালাউদ্দিন ও নাজমুল হাসান পাপনের চাপানউতোরের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেক হাতে পেয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যরা।

বৃহস্পতিবার বিসিবিতে গিয়ে অর্থ পুরস্কার বুঝে নেন দলের অধিনায়ক সাবিনা খাতুন, কোচ গোলাম রব্বানী ছোটন ও গোলকিপার রুপনা চাকমা। সাফ জয়ী ৩৪ সদস্যের দলের ৩২জনকে মোট ৫১ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিসিবি।

আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হওয়ায় অধিনায়ক সাবিনা পেয়েছেন সর্বোচ্চ ৪ লাখ টাকা। সেরা গোলদাতা হওয়ায় রুপনা চাকমা পেয়েছেন ৩ লাখ টাকা। প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন পেয়েছেন তিন লাখ টাকা।

এর বাইরে একাদশে নিয়মিত খেলা ১৮জন ২ লাখ করে, বদলি হিসেবে নামা ৬জন দেড় লাখ করে এবং স্কোয়াডে থেকেও সেভাবে খেলার সুযোগ না পাওয়া ৬জন পেয়েছেন ১ লাখ টাকা করে।

সহকারী কোচ এবং কর্মকর্তারা প্রত্যেকে পেয়েছেন ১ লাখ টাকা করে। দলের সদস্য হয়েও কাঠমান্ডুতে না যাওয়ায় টিম লিডার জাকির হোসেন চৌধুরী ও সহকারী ম্যানেজার টিপু সুলতানকে অর্থ পুরস্কার দেয়নি বিসিবি।

গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ শিরোপা জয়ের পর অনেকের মতো বিসিবি সভাপতি নাজমুল হাসানও মেয়েদের ৫০ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেয়। তবে বাফুফের উদাসীনতায় বিসিবি ঘোষিত অর্থ মেয়েদের হাতে বুঝিয়ে দিতে পারেনি। এ নিয়ে সম্প্রতি সালাউদ্দিন প্রশ্ন তোলেন। বিসিবি কেন টাকা দিচ্ছে না, জানা নেই দাবি করেন।

তবে নাজমুল হাসান পাপন বুধবার পাল্টা অভিযোগ করে বলেন, বাফুফেকে বারবার টাকা নিতে বলার পরও তারা টাকা নিতে আসেনি। বিষয়টি সংবাদ মাধ্যমে ঢালাওভাবে প্রচারের পর তড়িৎ বাফুফের সঙ্গে যোগাযোগ করে চেক হস্তান্তরে আনুষ্ঠানিকতা সেরেছে বিসিবি। আজ পরিচালক জালাল ইউনুস ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন ছোটন-সাবিনাদের হাতে সবার চেক তুলে দেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৬ এপ্রিল ২০২৩

Back to top button