ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে সাকিবের চমক

ঢাকা, ০৭ ডিসেম্বর- এক বছরেরও বেশি সময় কোনো টেস্ট না খেলেই চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় ৪ নম্বরে জায়গা করে নিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। ২০১৯ সালের সেপ্টেম্বরে সবশেষ টেস্ট খেলা সাকিব ৩৬৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন তালিকার চার নম্বরে।

এর আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পরপরই মাঠের লড়াইয়ে নামার আগে ওয়ানডের অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেন এই অলরাউন্ডার।

পরে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও ২ নম্বরে নিজের অবস্থান স্থিতিশীল থাকে সাকিবের। এবার প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়েও চমক দেখালেন তিনি। টেস্ট না খেলেই অলরাউন্ডারের তালিকায় ৪ নম্বরে উঠে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৪৩৪ রেটিং পয়েন্ট নিয়ে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার আছেন ২ নম্বরে। সাকিবের চেয়ে ৩১ পয়েন্ট বেশি নিয়ে অপরিবর্তিত থেকে ৩ নম্বরে আছেন ভারতের রাবিন্দ্র জাদেজা।

সবশেষ প্রকাশিত এই র‍্যাংকিং অনুযায়ী টেস্টে ব্যাটিং র‍্যাংকিংয়ে সাকিবের অবস্থান ৩৭ নম্বরে। আর বোলিংয়ে তিনি আছেন ২২ তম অবস্থানে।

সবশেষ র‍্যাংকিং অনুযায়ী ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে সাকিবের অবস্থান ২১ নম্বরে। আর বোলিংয়ে এক সময় বিশ্বের নাম্বার ওয়ান থাকা সাকিবের বর্তমান অবস্থান ২৮ নম্বরে। এই সংস্করণে অলরাউন্ডার তালিকার শীর্ষেই অবস্থান করছেন সাকিব।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অবশ্য বেশ পিছিয়ে টাইগার অলরাউন্ডার। ব্যাটিংয়ে আছেন ৪৯ নম্বরে। বোলিংয়ে তার অবস্থান ২০ নম্বরে। তবে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আছেন তালিকার ২-এ।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ০৭ ডিসেম্বর

Back to top button