ঢালিউড

ইফতেখার চৌধুরীর ছবিতে সাত নায়কের বিপরীতে এক নায়িকা

ঢাকা, ০৭ ডিসেম্বর – নির্মাতা ইফতেখার চৌধুরীর প্রথম প্রযোজিত ছবি ‌‘মুক্তি’র ঘোষণা আসে চলতি বছর শুরুর দিকে। তখন জানানো হয়, এর নায়িকা চরিত্রে অভিনয় করবেন নবাগত রাজ রিপা। আর তার বিপরীতে থাকবেন সাতজন নায়ক। তবে কারা, সে তথ্য জানানো হয়নি তখন। অবশেষে জানা গেল সাত নায়কের নাম।

পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘গত কয়েক মাসে বেশ কয়েকজন নায়কের নাম আমরা প্রকাশ করেছি। গতকাল সর্বশেষ নায়কের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তিনি হলেন রাশেদ মামুন অপু। তাকে আমরা জাঁদরেল অভিনেতা হিসেবেই চিনি। এবার তিনি আসছেন নায়কের ভূমিকায়।’

তিনি আরও জানান, ছবিতে বাকি ছয় নায়ক হিসেবে আছেন আমান রেজা, কায়েস আরজু, আদর আজাদ, সাইফ খান, ক্রিস্টিয়ানো তন্ময় ও আরেফিন জিলানি। আর অতিথি চরিত্রে থাকবেন আনিসুর রহমান মিলন ও খিজির হায়াত খান।

আরও পড়ুন : মায়ের পছন্দেই বিয়ে করবেন ববি

এর গল্প প্রসঙ্গে নির্মাতা ইফতেখার চৌধুরী জানান, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা।

এদিকে, অভিনয় প্রসঙ্গে রাজ রিপা বলেন, ‘ছবিতে আমি ১৭ থেকে ১৮ বছরের এক মেয়ে। ছবির জন্য নোয়াখালীর ভাষা শিখছি। বাইক চালানোতে আর দক্ষ হয়েছি। ইফতেখার স্যার আমাকে মার্শাল আর্ট শেখার ব্যবস্থা করে দিয়েছেন। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যা যা প্রয়োজন সব করছি।’

জানা গেছে, আগামী ২০ ডিসেম্বর থেকে ‌‘মুক্তি’র দৃশ্যধারণ শুরু হবে।

সূত্র: আমাদের সময়
এন এ/ ০৭ ডিসেম্বর

Back to top button