ঢালিউড

১০০ কাপড়ের দামে আগুনে ঝলসে যাওয়া জামা কিনলেন মিম

ঢাকা, ০৫ এপ্রিল – গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেকেই এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন।

এরই ধারাবাহিকতায় জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে।

আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে!

জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।

পোস্টে আরও লেখা হয়েছে, ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট, তবুও সকলকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইলো। উল্লেখ্য লোক সংকটে আমাদের রেস্পন্স করতে দেরি হচ্ছে।
কৃতজ্ঞতা বিদ্যা সিনহা মিমকে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

আইএ/ ০৫ এপ্রিল ২০২৩

Back to top button