কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ৭ ঘণ্টা পর সচল
ঢাকা, ০৫ এপ্রিল – প্রায় সাত ঘণ্টা পর পুনরায় সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন হলে, ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যাহত হয়।
বুধবার দুপুর ১২টা থেকে কিছু কারিগরি ত্রুটির কারণে এনপিএসবি ও সরকারি পেমেন্টে সমস্যা দেখা দেয়।
ফলে কার্ডভিত্তিক আন্তঃব্যাংক ইলেকট্রনিক পেমেন্ট সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থা ব্যাহত হয়।
এসময় জাকির হাসান জানিয়েছিলেন, গ্রাহকেরা এটিএম বুথ ব্যবহার করে টাকা তুলতে পারছেন না বলে কিছু অভিযোগ পেয়েছি। তবে ইন্টারন্যাশনাল পেমেন্ট ঠিকমতোই চলছে।
এনপিএসবি’র মাধ্যমে দৈনিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়। এই ব্যবস্থার সাহায্য কোনো ব্যাংকের কার্ড ব্যবহারকারী অন্যান্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করতে পারেন। এটি অফলাইন থাকলে, এসব লেনদেন স্থগিত হয়ে পড়ে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ এপ্রিল ২০২৩