জাতীয়

অ্যানেক্স কো ভবনে এখনও আগুন-ধোঁয়া

ঢাকা, ০৫ এপ্রিল – গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বঙ্গবাজারের পাশের বহুতল অ্যানেক্স কো টাওয়ার ভবনে এখনও আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন নির্বাপনে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিস।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি প্রতিবন্ধকতার কথা বলেছিল ফায়ার সার্ভিস। এসব কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বঙ্গবাজার মার্কেটে এর আগেও কমপক্ষে তিনবার বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এর মধ্যে ১৯৯৫ সালে একবার ভয়াবহ আগুনে পুরো বিপণিবিতান পুড়ে যায়। এ ছাড়া ২০১৮ সালেও একবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

সূত্র: সমকাল
এম ইউ/০৫ এপ্রিল ২০২৩

Back to top button