ক্রিকেট

১৫৫ রানের লিড পেলো বাংলাদেশ

ঢাকা, ০৫ এপ্রিল – ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে চেয়েছিলেন মেহেদী হাসান। আগেই তা দেখতে পেয়ে খাটো লেংথে জোরের ওপর বল করেন বেন হোয়াইট। শেষ মুহূর্তে ডিফেন্ড করতে গিয়ে টার্নে পরাস্ত মিরাজ। বল গ্লাভসে নিয়েই স্টাম্প ভাঙেন লরকান টাকার।

এর সঙ্গে ইতি ঘটে বাংলাদেশের ইনিংসের। ৩৬৯ রানে অলআউট হয়েছে তারা। লিড পেয়েছে ১৫৫ রানের।

৬ চার ও ২ ছয়ে ৫৫ রান করেছেন মিরাজ। খালেদ আহমেদ অপরাজিত থাকেন ৪ রানে।

অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা বাকি আছে ১৭ ওভার।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২১৪

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩৪/২) ৮০.৩ ওভারে ৩৬৯ (মুমিনুল ১৭, মুশফিক ১২৬, সাকিব ৮৭, লিটন ৪৩, মিরাজ ৫৫, তাইজুল ৪, শরিফুল ৪, ইবাদত ০, খালেদ ৪*; অ্যাডায়ার ১৭-২-৬৪-২, হিউম ১১-২-৩৭-০, ম্যাকব্রাইন ২৮-২-১১৮-৬, ক্যাম্পার ৮-১-৫৪-০, হোয়াইট ১৩.৩-০-৭১-২, টেক্টর ৩-০-২১-০)

সূত্র: বিডিনিউজ
এম ইউ/০৫ এপ্রিল ২০২৩

Back to top button