জাতীয়

প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা

ঢাকা, ০৫ এপ্রিল – প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েছেন বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে মার্কেটের পোড়াস্তূপের সামনে দাঁড়িয়ে বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে তারা এই সহযোগিতা চান।

এ সময় তারা বলেন, ঈদের আগে প্রতিটা মার্কেট মালামাল দিয়ে পরিপূর্ণ ছিল। আগুনে তাদের সব পুড়ে শেষ। এখন সরকার যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে তাদের বেঁচে থাকাই দায় হয়ে যাবে। এজন্য তাো প্রথানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। পরে ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর প্রায় ৩১ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন পুরোপুরি নেভার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফায়ার সার্ভিস।

বুধবার (৫ এপ্রিল) দুপুরেও এনেক্সকো টাওয়ারে পানি ছিটাতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের।

আগুনে বঙ্গবাজার এলাকার মোট সাতটি মার্কেট পুড়ে গেছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও তিনটি আংশিক। মার্কেটগুলো হলো- বঙ্গ ইসলামীয়া মার্কেট, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বঙ্গবাজার মার্কেট, এনেক্সকো টাওয়ার, মহানগর শপিং কম্প্লেক্স, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৫ এপ্রিল ২০২৩

Back to top button