উত্তর আমেরিকা
পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প
পানামা সিটি, ৫ এপ্রিল -পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশাণী ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবারের এ কম্পন ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়-ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বিকাল ৫টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত আনে। এর কেন্দ্রস্থল ছিল ডমিনিকান রিপাবলিকের শহর বোকা চিকা থেকে ৭১ কিলোমিটার দক্ষিণে। গভীরতা ছিল মাত্র ১৩ কিলোমিটার। ভূমিকম্পটি নিকটবর্তী কোয়েবা দ্বীপেও অনুভূত হয়েছে।
পানামার বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এ ভূমিকম্পে রাজধানী পানামা সিটিসহ দেশটির বেশির ভাগ অংশ কেঁপে ওঠে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে ও দ্রুত ঘরবাড়ির বাইরে বেরিয়ে আসে।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ৫ এপ্রিল ২০২৩