উত্তর আমেরিকা

নির্দোষ দাবি করে আদালত ছাড়লেন ট্রাম্প, বাইরে সমর্থকদের ভিড়

ওয়াশিংটন, ০৫ এপ্রিল – অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানহাটনের আদালত প্রাঙ্গণ ছেড়ে গিয়েছেন। তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন।

মঙ্গলবার তিনি আদালতে গেলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। সাবেক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত ট্রাম্প আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

বিবিসি জানিয়েছে তার বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ব্যবসা সংক্রান্ত ভুয়া তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে।

আদালতের কার্যক্রম শেষে ট্রাম্প একটি মোটর শোভাযাত্রা নিয়ে আদালত প্রাঙ্গণ ছাড়েন।

ট্রাম্পকে এক নজর দেখার জন্য আদালতের বাইরে ভিড় জমান সমর্থকরা। বাইরে পুলিশ সতর্ক অবস্থান নেয় যাতে ট্রাম্পপন্থী ও ট্রাম্পবিরোধীদের মধ্যে কোনো সহিংসতা না ঘটে।

আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি।

সোমবার ফ্লোরিডা থেকে নিয়ইয়র্কে আসেন ডোনাল্ড ট্রাম্প। এর পর তিনি আজ মঙ্গলবার আদালতে হাজির হলেন।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৫ এপ্রিল ২০২৩

Back to top button