জাতীয়

ঢাকা-ভাঙ্গা রেলপথ চালু হবে সেপ্টেম্বরে

ফরিদপুর, ০৪ এপ্রিল – আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা রেল চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এটা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মাসেতুর মাওয়া স্টেশনে পর্যন্ত রেলের পরীক্ষামূলক চলাচল শেষে শেষে সাংবাদিকদের মন্ত্রী এই কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা পদ্মাসেতুর উপর দিয়ে আজ ভ্রমণ করেছি। আমাদের সঙ্গে রেল মন্ত্রণালয়ের, প্রকল্প সংশ্লিষ্ট, জনপ্রতিনিধি সহ অনেকেই ছিলেন। স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ আজ বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, পুরো প্রকল্পের অগ্রগতি ৭৪ শতাংশ। বেশি। আর পুরো প্রকল্পকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতির ৭২.৫ ভাগ, মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি ৯১ ভাগ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অগ্রগতি ৬৮ শতাংশ।

সুজন আরও বলেন, আমরা ৪৫ টি কোচ পেয়েছি। আরও ৫৫ টি কোচ আমাদের পাওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা যেই পরিকল্পনা নিয়েছিলাম আশা করছি আমরা সেগুলো সংযুক্ত করতে পারবো।

প্রকল্প ব্যয় বাড়তে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্প ব্যয় বাড়ার কোনো পরীক্ষা নেই। সামনে আগামী ২০২৪ সালের জুনে হয়তো বলা যাবে প্রকল্পের ব্যয় বাড়বে কি না।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৪ এপ্রিল ২০২৩

Back to top button