আইন-আদালত

সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলের মামলার রায় আগামীকাল

সিলেট, ০৪ এপ্রিল – বহুল আলোচিত জঙ্গি আস্তানা সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী শ্বাসরুদ্ধকর অভিযানের ঘটনায় দায়ের করা মামলার রায় হবে বুধবার।

সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের আদালতে এ রায় ঘোষণার কথা। গত ১৪ মার্চ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সন্ত্রাসবিরোধী আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মুমিনুর রহমান। তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি সাফাই সাক্ষ্যের সময় শেষ হয়।

পরে ১৪ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন বিচারক। মামলায় ৩৩ সাক্ষীর মধ্যে ২১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

মামলায় অভিযুক্ত তিন জেএমবি সদস্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারীর জহুরুল হক ওরফে জসিম (২৯), হাসান (২৮) ও জহরুল হক ওরফে জসিমের স্ত্রী আর্জিনা ওরফে রাজিয়া সুলতানা (২১) বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ির আতিয়া মহলে ২০১৭ সালের ২৩ মার্চ দিবাগত রাত থেকে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। অভিযানে র্যাব, পুলিশ, পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), সেনাবাহিনীর কমান্ডো দল অংশ নিয়েছিল।

সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’শেষে ভবনের ভেতর থেকে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়।

আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শেষে তিনটি মামলা হয়ছিল। মামলার প্রথম দিকে পুলিশ তদন্ত করলেও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তভার নেয়। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পিবিআই। এতে তিনজনকে অভিযুক্ত করা হয়।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৪ এপ্রিল ২০২৩

Back to top button