জাতীয়

কোথাও কোথাও এখনো জ্বলছে আগুন

ঢাকা, ০৪ এপ্রিল – রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে আগুন সাড়ে ৬ঘণ্টা পর দুপুরের দিকে নিয়ন্ত্রণের কথা জানায় ফায়ার সার্ভিস। তবে ঘটনার ১২ঘণ্টা পর সন্ধ্যা বেলায়ও আগুন জ্বলতে দেখা গেছে মার্কেটের ভেতরে।

বিশেষ করে এনেক্সকো ভবনের পূর্ব দিকে আগুনের তীব্রতা চোখে পড়ার মতো। ভবনটি তিন, চার ও পাঁচতলায় আগুন জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা বিরতিহীনভাবে পানি ছিটাচ্ছেন।

এছাড়া ভস্মীভূত একটি মার্কেটের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তেও দেখা গেছে।

দেখা যায়, পুড়ে যাওয়া মার্কেটের ভেতরে বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুন পুরোপুরি নেভানো না গেলেও নিয়ন্ত্রণ করা গেছে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের টিনশেড মার্কেটটি ধ্বংস্তুপে পরিণত হয়েছে। আর এনেক্সকো ভবনটিকে যেন চেনার উপায় নেই। কাপড়ের মার্কেট ও এনেক্সকো ভবনে আগুনের তীব্রতা কমে গেলেও পুরোপুরি নেভেনি এখনো।

এনেক্সকো ভবন সংলগ্ন মহানগর কমপ্লেক্স মার্কেটের দোকান মালিক সমিতির পরিচালক শেখ মো. শাকিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ভবনের ভেতরে আগুন জ্বলছে বলে জানান।

দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টা ১০মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থার ৪৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। সাড়ে ছয় ঘণ্টা পর বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেন সেনা ও বিমানবাহিনীও।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ এপ্রিল ২০২৩

Back to top button