অস্ট্রেলিয়া

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে শতশত বাড়ি বিধ্বস্ত, নিহত ৪

পোর্ট মোর্সবি, ০৪ এপ্রিল – প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছে অন্তত চারজন। মঙ্গলবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী সোমবার ভোরে ভূপৃষ্ঠের ৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

মঙ্গলবার পোর্ট মোরসবি জিওফিজিক্যাল অবজারভেটরির ভূমিকম্পবিদ ফেলিক্স তারানু জানান, পূর্ব সেপিক প্রদেশের প্রত্যন্ত ও জলাভূমিময় চামব্রি হ্রদের কাছে ভূমিকম্পটির উপকেন্দ্র, সেখানে পাপুয়া নিউ গিনির জাতীয় দুর্যোগ কেন্দ্রের টিমগুলো হাজির হয়েছে।

তিনি জানান, সেপিক নদী বরাবর অঞ্চলগুলোতে ৩০০ বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং চারজনের নিশ্চিত মৃত্যু হয়েছে। আরও মৃত্যু ও কয়েকশ বাড়ি ধ্বংসের কিছু খবর পাওয়া গেলেও সেগুলো নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ এপ্রিল ২০২৩

Back to top button