অস্ট্রেলিয়া

এবার সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

ক্যানবেরা, ০৪ এপ্রিল – অস্ট্রেলিয়া এই সপ্তাহেই সব ধরনের সরকারি ডিভাইসে ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছে। চীনে তৈরি অ্যাপটি গোপনীয়তা ও সুরক্ষার ক্ষেত্রে অগ্রহণযোগ্য স্তরের ঝুঁকি তৈরির ফলে অ্যাপটি নিষিদ্ধ করা হচ্ছে বলে সোমবার অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনার পর দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিতে রাজি হয়েছেন। খবর দ্য স্ট্রেইট টাইমসের

একজন সরকারি মুখপাত্র বলেন, সরকার টিকটককে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ মনে করছে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে মানুষের ব্যক্তিগত তথ্য অপব্যবহারের জন্য সমালোচিত হয়েছিল টিকটক। চীনা সরকার এই অ্যাপটির মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে বলে অনেক আগে থেকেই অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। বেশ কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয় তাদের নেটওয়ার্ক থেকে টিকটক ব্যবহার নিষিদ্ধ করেছে। ভারত ও এশিয়ার কিছু দেশেও টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা আছে।

সূত্র: সমকাল
আইএ/ ০৪ এপ্রিল ২০২৩

Back to top button