ক্রিকেট

টেস্ট ম্যাচে অনিশ্চিত তামিম ইকবাল

ঢাকা, ৩ এপ্রিল – আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগের দিন চোটের কারণে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। অনিশ্চয়তা রয়েছে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের খেলা নিয়েও। তার ছেলে আরহাম ইকবাল অসুস্থ। তাই ছেলেকে নিয়ে ব্যস্ত তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট। সোমবার তামিমের বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তার ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে খুব ব্যস্ত আছে। সে শেষ পর্যন্ত খেলবে কি না নিশ্চিত নয়।’

তাসকিনের ছিটকে যাওয়ার পর তামিমও খেলতে না পারলে সেটা বাংলাদেশ দলের জন্য হবে বড় ধাক্কা।

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলে বাংলাদেশ। চোটের কারণে সেই সিরিজেও ছিলেন না তামিম। সবশেষ তিনি সাদা পোশাকে খেলেছেন গত বছর জুনে, ওয়েস্ট ইন্ডিজ সফরে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৩ এপ্রিল ২০২৩

Back to top button