অপরাধ

ভারতীয় ‘মাথা ঠান্ডা করার তেল’ তৈরি হতো লালবাগে!

ঢাকা, ০৩ এপ্রিল – তরল প্যারাফিনের সঙ্গে সুগন্ধি মিশিয়ে রাজধানীর লালবাগের একটি বাসায় তৈরি করা হতো নামীদামি ব্র্যান্ডের তেল। আর সেই তেল বিক্রি হতো নোয়াখালী, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন জেলায়।

আজ সোমবার দুপুরে লালবাগের হরনাথ ঘোষ লেনের একটি বাসায় অভিযান চালিয়ে এ সব তথ্য পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি দল। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এ অভিযানের নেতৃত্ব দেন।

সেখানকার কর্মচারী ইব্রাহীম বলেন, ‘প্যারাফিনের সঙ্গে সেন্ট ও রং মিশিয়ে প্যারাস্যুট বেলি ফুল, সাধারণ নারিকেল তেল, কিউট হেয়ার ওয়েল, আমলা হেয়ার ওয়েল, ভারতের নবরত্ন ব্র্যান্ডের লাল আয়ুর্বেদিক তেল তৈরি করা হয়। এই তেল নোয়াখালী, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। ইসমাইল নামের এক ব্যক্তি নোয়াখালী থেকে ঢাকায় এই ব্যবসা পরিচালনা করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা লেবারের কাজ করি এখানে। মহাজন এগুলো করে লাখ লাখ টাকা কামায় আর আমরা বিপদে পড়ি।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার গণমাধ্যমকে বলেন, ‘আবাসিক ভবন ভাড়া নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল তেল তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো। এই কাজে নিয়োজিত একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাড়ির মালিককে আবাসিক ভবনে কারখানা ভাড়া দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর কারখানার মালামাল জব্দ করা হয়েছে। সেগুলো নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৩ এপ্রিল ২০২৩

Back to top button