২০০ টাকা জরিমানায় মুক্ত হলেন ভাইরাল কালু
ঢাকা, ০৩ এপ্রিল – রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লিউক ডামান্ট নামে এক অস্ট্রেলিয়ান ভ্লগারকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক ভাইরাল দোভাষী মো. কালুকে ২০০ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে একদিনের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
সোমবার (৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তিনি দোষ স্বীকার করায় তার এ জরিমানার আদেশ দেন। তবে তিনি জরিমানার টাকা পরিশোধ করে আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এসময় ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় অপরাধ করায় তাকে একই অধ্যাদেশের ১০০ ধারায় গ্রেফতার দেখানো হয়। এরপর আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করলে ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন তাকে ২০০ টাকা জরিমানা করেন। এরপর ২০০ টাকা জরিমানা দিয়ে তিনি মুক্ত হন।
এর আগে তেজগাঁও থানার কারওয়ান বাজার অস্থায়ী ক্যাম্পের উপ-পরিদর্শক অপূর্ব কুমার বর্মণ কালুর বিরুদ্ধে অভিযোগ করেন।
পুলিশ জানায়, অস্ট্রেলিয়ান নাগরিক ভ্লগার লিউক ডামান্ট চারদিন আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তার সঙ্গে বিরক্তিকর আচরণ করছে। লিউক ডামান্টের ফেসবুকে প্রায় ৩২ লাখ ফলোয়ার। ভিডিওটি ফেসবুকে আপলোড করা হলে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুকে তার এ ভিডিওটি ৯২ লাখ বার দেখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা বলেন, বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে এলে তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়। তেজগাঁও থানা পুলিশ হাতিরঝিল থানার একটি টিমের সহায়তায় গতকাল রোববার দিনগত রাতে রাজধানীর কারওয়ান বাজার ক্রসিংয়ের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম মো. কালু। গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৩ এপ্রিল ২০২৩