উত্তর আমেরিকা

আমেরিকা থেকে তথ্য সংগ্রহ করেছিল চীনা গোয়েন্দা বেলুন

ওয়াশিংটন, ০৩ এপ্রিল – যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া চীনা গোয়েন্দা বেলুন বেশ কয়েকটি সংবেদনশীল মার্কিন সামরিক সাইট থেকে তথ্য সংগ্রহ করতে পেরেছিল। দুইজন বর্তমান ও একজন সাবেক প্রশাসনিক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

ওই কর্মকর্তারা জানান, চীন বেলুনটিকে নিয়ন্ত্রণ করে কয়েকটি মার্কিন সামরিক সাইটের ওপর দিয়ে পরিচালনা করে। সেসময় বেলুনটি সংগ্রহ করা তথ্য তাৎক্ষণিকভাবে বেইজিংয়ে পাঠায় বলে অভিমত ব্যক্ত করেন এই কর্মকর্তারা।

তারা বলেন, বাইডেন প্রশাসন বেলুনগুলোর তথ্য পাঠানোর জন্য বৈদ্যুতিক সংকেত অকার্যকর না করলে এটি আরও তথ্য সংগ্রহ করে পাঠাত।

৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে একটি বেলুন শনাক্ত হয়। পরে এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রশাসনের অভিযোগ, বেলুনটি চীনের এবং যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে তথ্য সংগ্রহ করছিল। ৪০টি দেশের ওপর দিয়ে উড়ে আসে বেলুনটি।

তবে চীনের দাবি, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি ভুল করে যুক্তরাষ্ট্রে চলে যায়। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনাকাঙ্ক্ষিতভাবে বেলুনটি চলে যাওয়ায় নিজেরা অনুতপ্ত বলে জানিয়েছে চীন।

সূত্র: সমকাল
এম ইউ/০৩ এপ্রিল ২০২৩

Back to top button