‘টেস্ট ক্রিকেট অবশ্যই আমরা টেস্টের মতোই খেলব’
ঢাকা, ০৩ এপ্রিল – মঙ্গলবার সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল।
আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর ঠিক আগের দিন সোমবার মিরপুরে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ বলেন, টেস্ট ক্রিকেট অবশ্যই আমরা টেস্ট ক্রিকেটের মতোই খেলব। যদি নির্দিষ্ট কোনো ক্রিকেটারের কাছে মনে হয় যে, ‘আমি আক্রমণাত্মক ক্রিকেট খেললে আমার জন্য ভালো।’সেটা একেকজন ক্রিকেটারের নিজের পরিকল্পনা যে সে কীভাবে কী করবে। সেটা একজন ক্রিকেটারের ওপর নির্ভর করে।
মিরাজ আরও বলেন, আমরা যদি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারি, তাহলে তো ভালো। দিন শেষে রান করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ১০০ ওভারে ৩৫০-৪০০ রান করতে পারি, এটা দলের জন্য ভালো, দেশের জন্যও ভালো এবং ক্রিকেটারদের জন্যও ভালো।
তিনি আরও বলেন, এটা উইকেটের ওপর নির্ভর করে। কীভাবে উইকেট পড়ছে এবং বোলার কীরকম বল করছে। দিন শেষে মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ। এখন বিশ্ব ক্রিকেটে আক্রমণাত্মক ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ। কীভাবে খেলছি, নিজেদের মানিয়ে নিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ।
সূত্র: যুগান্তর
এম ইউ/০৩ এপ্রিল ২০২৩