নাটক

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি, গৃহকর্মীর নামে মামলা

ঢাকা, ৩ এপ্রিল – অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় মামলা করা হয়েছে। অভিনেত্রী নিজেই বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় তার বাসার গৃহকর্মী কনা বেগমকে আসামি করা হয়েছে। ইতোমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম বলেন, রোববার (২ এপ্রিল) রাতে অভিনেত্রী নিজেই বাদি হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে মামলায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

 

জানা গেছে, মনিরা মিঠু নিজেই বাসায় চুরির বিষয়টি নিশ্চিত করেন। তার বাসার মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা খোয়া গেছে। যা তিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন বাসার সবাই হাসপাতালে ছিল। আর এ সুযোগে ভয়ংকর ভাবে আমার বাসা থেকে মূল্যবান গহনা, টাকা চুরি হয়ে গেছে।

এদিকে ওই গৃহকর্মীর বাড়ি ময়মনসিংহ হওয়ায় পুলিশ গ্রামের বাড়িতে না অন্য কোথায় আত্মগোপনে আছে তার তদন্ত শুরু হয়েছে।

আইএ/ ৩ এপ্রিল ২০২৩

 

Back to top button