জাতীয়

পাঁচ সিটিতে ইভিএমে ভোট

ঢাকা, ৩ এপ্রিল – দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে শতভাগ ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় কমিশনের ১৭তম সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।

অপরদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৩ এপ্রিল ২০২৩

Back to top button