এশিয়া

অর্থসংকটে বয়স্কদের চিকিৎসা সুবিধায় খড়গ

বেইজিং, ০৩ এপ্রিল – নগদ অর্থের সংকটে বয়স্কদের চিকিৎসা সুবিধা কমিয়েছে চীন। একই সঙ্গে অবসরের বয়স বাড়ানোরও পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সময় ব্যয়বহুল জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল চীন। সেই ব্যয়বহুল নীতিই এখন গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকেই মাসিক চিকিৎসা সুবিধা প্রদানে বড় ধরনের কাটছাঁটের প্রতিবাদে হাজার হাজার বয়স্ক মানুষ রাস্তায় নেমেছেন। এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে তারা চারটি বড় শহরে বিক্ষোভ করেন।

চীনের গণমাধ্যমে বয়স্কদের এই আন্দোলনকে বলা হচ্ছে ‘গ্রে হেয়ার মুভমেন্ট’। এই আন্দোলনকে গত বছরের নভেম্বরে দেশজুড়ে কোভিড লকডাউনের বিরুদ্ধে গত বছরের ব্যাপক বিক্ষোভের পর কর্তৃপক্ষের জন্য আরেকটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, গত তিন বছরে গণপরীক্ষা, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন এবং মহামারি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন খাতে প্রচুর নগদ অর্থ ব্যয় করেছে চীন সরকার। সেই ব্যয়ের রেশ গিয়ে পড়েছে বয়স্কদের চিকিৎসা সুবিধায়।

এই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। সব ধরনের কর্মীর অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত চলমান বিক্ষোভে নতুন মাত্রা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোভিড লকডাউন, ব্যাংকিং কেলেঙ্কারি এবং রিয়েল এস্টেট সংকটের কারণে কমিউনিস্ট পার্টির ইমেজ ইতিমধ্যেই টালমাটাল। নতুন করে এই বিক্ষোভের ফলে তাদের প্রতি জনগণের আস্থা আরও কমে যেতে পারে।

চীনের স্বাস্থ্য বিমা প্রকল্প দেশটির সীমিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর একটি মূল অংশ। এটি শহুরে এলাকায় বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা খরচের একটি অংশের ব্যয়ভার বহন করে।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৩ এপ্রিল ২০২৩

Back to top button