জাতীয়

গাজীপুরসহ ৫ সিটির তফসিল ঘোষণা আজ

ঢাকা, ০৩ এপ্রিল – গাজীপুরসহ ৫ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হতে পারে আজ সোমবার। ইসি সূত্র জানিয়েছে, গাজীপুরের সম্ভাব্য ভোট হতে পারে আগামী ২১ মে।

খুলনা, রবিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিলের প্রাথমিক সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে। সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আগামী মে মাসের শেষ থেকে জুনের মধ্যে এই পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের নীতিগত সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছে ইসি।

কমিশনের সভায় আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নীতিমালার বিষয়েও আলোচনা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ এপ্রিল ২০২৩

Back to top button