সরকার সব দিক ব্যর্থ হয়ে দিশেহারা
ঢাকা, ৩ এপ্রিল – সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এ সরকারের অধীনে যেসব কর্মকর্তা আছেন তারাও কিন্তু অত্যন্ত হতাশ ও দিশেহারা। এ অবৈধ স্বৈরাচারী সরকারের হুকুমে তারা যে অন্যায়গুলো
করেছেন, ভবিষ্যতে তাদের তো জবাবদিহি করতে হবে। এই সরকারের নির্দেশে র?্যাব গুম করেছে ৬শর বেশি নেতাকর্মীকে। হত্যা করেছে হাজারের বেশি। মিথ্যা ও বানোয়াট মামলার কোনো অভাব নেই।
গতকাল রবিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে ‘নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনকে হত্যা ও সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের প্রতিবাদ : বিনাবিচারে হত্যা-গুম ও নির্যাতন, আর কতকাল সইবে বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় মোশাররফ এসব কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।
র্যাব হেফাজতে নওগাঁয় সরকারি কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যু প্রসঙ্গে মোশাররফ বলেন, র?্যাব কী পরিমাণ বেপরোয়া হয়েছে যে জেসমিনকে নির্যাতন করে হত্যা করেছে। সুলতানা জেসমিনের মৃত্যুর পর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এর থেকে প্রমাণ হয়, বাংলাদেশে কী পরিমাণ অরাজকতা চলছে।
সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নিন্দা জানান মোশাররফ। তিনি বলেন, তার নামে মামলা ছিল না। তাকে রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছিল। ১৯ ঘণ্টা পর মামলা হয়। এসব স্বৈরাচারী আচরণ। খন্দকার মোশাররফ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি দাবি করেন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ৩ এপ্রিল ২০২৩