জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ০২ এপ্রিল – বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসীবিষয়ক মন্ত্রী ড. রিয়াদ মালকি।

রবিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. রিয়াদ মালকি সম্প্রতি একটি শুভেচ্ছাপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ড. রিয়াদ মালকি উল্লেখ করেন, ‘আমাদের দুই দেশের ও জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।’

তিনি আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে আস্থাশীল যে, আগামী বছরগুলোতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সকল পর্যায়ের সহযোগিতা আরো বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং সবসময় তাদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে থাকার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ড. মোমেনের সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০২ এপ্রিল ২০২৩

Back to top button