শহরে থাকার জন্য ঘর না পেয়ে জেল ‘ভাড়া’ নিলেন যুবক!
থাকার জন্য ছোট্ট একটি ঘর খুঁজছিলেন মন্থন গুপ্ত নামের এক যুবক। ঘর যেন একটু সাজানো-গোছানো হয়, পরিষ্কার হয়, এমনটাই চাওয়া ছিল তার। কিন্তু পুরো শহর চষে ফেললেও মেলেনি পছন্দমতো ঘর। তাই বাধ্য হয়েই জেলখানার একটি সেল ভাড়া নিয়ে ফেললেন তিনি। আর এ ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।
মন্থন গুপ্ত নামের ওই যুবকের দাবি, ঘর ভাড়া নিতে শহরজুড়ে হন্য হয়ে ঘুরেছেন। কিন্তু হতাশই হতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত কোনো ফ্ল্যাট বা বাড়ি নয়, থাকার জন্য তার নতুন ঠিকানা হলো জেলখানা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) টুইটারে এক পোস্টে মন্থন জানান, জেলের মতো ওই ঘরটি খুব ছোট। কয়েদির থাকার জন্য যেমনটা হয় আর কী! ঘরের একটা দরজা, একটা জানালা। কোনো রকমে একটি খাট, একটি কাবার্ড এবং একটি টেবিল রাখা হয়েছে। দরজা আছে, তাও আবার কাঠের নয়। লোহার গরাদ।
নতুন ঘরের সেই ছবিও সোশালে শেয়ার করেছেন মন্থন। ক্যাপশনে লিখেছেন, অবশেষে একটি ঝকঝকে ঘর খুঁজে পেলাম বেঙ্গালুরুতে। এরপর রসিকতার করে বলেছেন, আমার দুয়ারে ২৪ ঘণ্টা, সারা সপ্তাহ পাহারা থাকে। পুরোপুরি নিরাপত্তার মধ্যে রয়েছে রয়েছি আমি। তবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি ভারতীয় পত্রিকা আনন্দবাজার।
আইএ