টেস্ট দলের অনুশীলন শুরু, নেই সাকিব
ঢাকা, ০২ এপ্রিল – ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার বাংলাদেশের সামনে আইরিশদের বিপক্ষে টেস্ট চ্যালেঞ্জ। সফরের একমাত্র টেস্টে আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দল দুটি। এদিন সকাল সাড়ে ৯টা থেকে মাঠে গড়াবে ম্যাচটি।
এই ম্যাচকে সামনে রেখেই অনুশীলন করেছেন টাইগাররা। তবে অনুশীলনের শুরুর দিনেই দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান।
বিসিবি সূত্র জানিয়েছে, এদিন বিশ্রামে রয়েছেন সাকিব।
এদিন দুপুরে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে নেমেছিলেন টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা। ওপেনার লিটন থেকে তামিম, সবাইকে অনুশীলনে বেশ সিরিয়াসই দেখা যায়। এ সময় লিটনকে উইকেটকিপিং করতেও দেখা গেছে।
অনুশীলনে মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরাও ছিলেন। অনুশীলন শেষে ইনডোরেও লক্ষ্য করা যায় ক্রিকেটারদের।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০২ এপ্রিল ২০২৩