জাতীয়

দেশের অভ্যন্তরীণ রুটে ভাড়া কমাল বাংলাদেশ বিমান

ঢাকা, ১ এপ্রিল – দেশের অভ্যন্তরে ৭টি গন্তব্যে ভাড়া কমিয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে সেটি সব সময়ের জন্য নয়। এটা শুধু রমজান মাস উপলক্ষে ‘রমাদান অফার’ নামে সেবা চালু করেছে বিমান।

‘রমাদান অফার’ সেবার আওতায় অভ্যন্তরীণ রুটের পৃথক সাতটি গন্তব্যে বিভিন্ন পরিমাণে ভাড়া কমানো হয়েছে। এ সেবা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, রমজান উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজার রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া তিন হাজার ৬০০ টাকা, চট্টগ্রাম দুই হাজার ৪০০ টাকা, বরিশাল দুই হাজার ২০০ টাকা, যশোর দুই হাজার ২০০ টাকা, রাজশাহী দুই হাজার ২০০ টাকা, সিলেট দুই হাজার ২০০ টাকা ও সৈয়দপুর দুই হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১ এপ্রিল ২০২৩

Back to top button